শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ হোটেল সিটি ইন এ নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে Consultation on Gender transformative WASH শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাজী রাজিব ইকবাল, নির্বাহী পরিচালক, নবলোক পরিষদ । কর্মশালার প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ইউসুফ আলী, উপপরিচালক, স্থানীয় সরকার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনিন্দিতা রায়, পরিচালক, সমাজসেবা অধিদপ্তর। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাসনাহেনা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, কানিজ মোস্তফা, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, মোহাম্মদ মোস্তাক উদ্দিন, উপ-পরিচালক ,যুব উন্নয়ন অধিদপ্তর, এছাড়া খুলনা সিটি কর্পোরেশন, ওয়াসা এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও থেকে আগত সম্মানিত প্রতিনিধিবৃন্দ, গার্ল গাইড অ্যাসোসিয়েশন এর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ছাত্রী ও প্রধান শিক্ষক, সাংবাদিক মিডিয়া প্রতিনিধি, বিভিন্ন লিগ্যাল এইড সার্ভিসেস প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও ওয়াটার এইড এর পলিসি এবং এডভোকেসি লীড জনাব ফাইয়াজউদ্দিন আহমেদ এডভোকেট এবং জনাব বাবুল বালা প্রোগ্রাম লিভ ইউনিভার্সাল এক্সসেস এবং অনন্যা প্রতিনিধিবৃন্দ।
২০০৫ সাল থেকে নবলোক পরিষদ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইড খুলনা সিটি কর্পোরেশন ও পাইকগাছা পৌরসভা এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত পায়খানা ও ইতিবাচক স্বাস্থ্যভ্যাস চর্চা তথা WASH নিয়ে কাজ করছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এই অন্তর্ভুক্তি নারী, শিশু, প্রবীণ এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের। এই অন্তর্ভুক্তি মূলক চিন্তার প্রতিফলন ঘটেছে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে, বিভিন্ন কমিটি গঠনে এবং সর্বোপরি টয়লেট,ওয়াশ ব্লক, সাইক্লোন সেন্টার সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে। বর্তমানে WASHUrbanpoor Project Phase ll প্রকল্পেও জেন্ডার সমতাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পরিবর্তনশীল এই সমাজে নারীর পাশাপাশি একজন পুরুষেরও যেন WASH ইস্যুতে সমানভাবে কাজ করার সুযোগ থাকে প্রকল্পের দাতা সংস্থা সিডাও বিশেষ ভাবে ভাবছে। বিষয়টি নিয়ে প্রকল্প থেকে গবেষণা ও করা হয়েছে
প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেছেন “আমাদের চাওয়া নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও ইতিবাচক স্বাস্থ্যভ্যাস চর্চায় জেন্ডার বা নারীও পুরুষের সামাজিক যে লিঙ্গ পরিচয় তা যেন বাধা হয়ে না দাঁড়ায়। নারী-পুরুষ যেন WASH বিষয়ক কোনো বৈষম্যের শিকার না হয়, বাড়তি দায়িত্ব পালনে বাধ্য না হয় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে”। অনুষ্ঠানে আগত সকল অংশগ্রহণকারীও সম অধিকার নিশ্চিতের বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
জেন্ডার ট্রান্সফরমেটিভ ওয়াশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a comment