বিজ্ঞপ্তি : জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন সোমবার দুপুর ১২টায় সমিতির বঙ্গবন্ধু ভবনের ১নং হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা।
বাজেট সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন এ্যাড: কাজী আব্দুল আহাদ ও পবিত্র গীতাপাঠ করেন এ্যাড: নিমাই চন্দ্র রায়। সভায় সভাপতি এড: মো: সাইফুল ইসলাম ২০২৩ সালের আয় ও ব্যয়ের বাজেট উপস্থাপন ও ২০২৪ সালের বাজেট প্রস্তাবনা করেন। ২০২৪ সালের বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেট ১৫ কোটি ৯ লাখ ৫৬ হাজার ৯শ’ ১৭ টাকা ৩২ পয়সা। সভায় উপস্থিত আইনজীবীবৃন্দ স্বত:স্ফূর্তভাবে বাজেটকে সাদুবাদ দেন ও বর্তমান সময়ের উপযোগী বাজেট বলে মতামত পেশ করেন। উপস্থিত ছিলেন এ্যাড: কাজী বাদশা মিয়া, এ্যাড: আহমেদ উল্লাহ পিলু, এ্যাড: মো: আইয়ুব আলী শেখ, এ্যাড: এনামুল হক, এ্যাড: কে, এম ইকবাল হোসেন, এ্যাড: বিজন কৃষ্ণ মন্ডল, এ্যাড: পিযুষ কান্তি দত্ত, এ্যাড: মো: আব্দুল লতিফ, এ্যাড: এম এম সাজ্জাদ আলী, এ্যাড: চিত্ত রঞ্জন দেওয়ান, এ্যাড: নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড: মোমরেজুল ইসলাম, এ্যাড: হেমন্ত কুমার সরকার, এ্যাড: সেলিনা আক্তার পিয়া, এ্যাড: স্বন্দীপ কুমার রায়, এ্যাড: কমলেশ কুমার সানা, এ্যাড: মো: আব্দুল কাসেম, এ্যাড: শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড: রথীন্দ্রনাথ সরদার, এ্যাড: মেহেদী হাসান, এ্যাড: আব্দুল কুদ্দুস সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড: শিরিন আক্তার পপি, এ্যাড: তমাল কান্তি ঘোষ, এ্যাড: কাজী সাইফুল ইমরান, এ্যাড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড: ওমর ফারুক রনি, এ্যাড: সরদার আশরাফুর রহমান দিপু, এ্যাড: এস,এম আব্দুস সাত্তার, এ্যাড: প্রজেশ রায়, এ্যাড: মো: মনিনুর ইসলাম মনির, এ্যাড: সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড: খাদিজা আক্তার টুলুসহ প্রমুখ।