তালা প্রতিনিধি : জেলা ট্যাক্সি অটোরিকশা অটো টেম্পু মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন তালা উপজেলার পাটকেলঘাটা ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ বাবলুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মাসুদ পারভেজ, সহ-সভাপতি অলিউর রহমান, কোষাধক্ষ শহিদুল মোড়ল, সহ-সড়ক বিষয়ক সম্পাদক পদে ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাকি ৪টি পদে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪০১ জন ভোটারের মধ্যে ৩৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে রাজিব বিশ্বাস সহ-সম্পাদক পদে ২০৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ১৭০ ভোট, সড়ক বিষয়ক সম্পাদক পদে ইকরামুল মন্ডল ১৭৪ ভোট ও প্রচার সম্পাদক পদে রফিকুল ইসলাম ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু।