জন্মভূমি ডেস্ক : র্যাবের হাতে আটক সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে। তাকে রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক মন্ত্রী টিপু মুনশি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তাকে বাড্ডা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজই আদালতে তোলা হবে।
এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী টিপু মুনশিকে বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে (মামলা নম্বর-৪)। তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার রাতে টিপু মুনশিকে গুলশান-১ থেকে আটকের পর গুলশান থানায় সোপর্দ করে র্যাব। পরে গুলশান থানা পুলিশ নিরাপত্তাজনতি কারণে তাকে রাতে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে হস্তান্তর করে।
র্যাব বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি স্মরণী রাস্তার ওপর আসামিদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে সুমন সিকদারকে হত্যা করা হয়। আসামিদের গুলিতে বাদীর ছেলের বুকের পাজর ভেদ করে চলে যায়। বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ছেলেকে মৃত অবস্থার দেখেন। এ ঘটনায় সুমনের মা মাছুমা খাতুন গত ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।