ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় দেড় যুগ আইনী লড়াই শেষে অবশেষে নিজ এক একর জমি বুঝে পেলেন মাস্টার খন্দকার ঈমান আলী। সোমবার সকালে আদালতের নির্দেশে সদর ইউনিয়নের মীরপাড়া এলাকায় প্রসেস সার্ভেয়ার লিটু ফকির তার সঙ্গীয় লোকজন সাথে নিয়ে সিমানা নির্ধারণসহ ঢাকঢোল পিটিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দখল বুঝিয়ে দেন। সম্পতি বুঝে পেয়ে খন্দকার ঈমান আলী জানান, একই এলাকার ভূমি দস্যু সৈয়দ মোস্তফা কামাল আরাজী ডুমুরিয়া মৌজার এসএ ১৩৫ খতিয়ানে ৩২৯ ও ৩২৬ দাগের ১ একর জমি ভূয়া তথ্য উপাত্ত খাড়া করে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে জবর দখল করে আসছে। উপায়ন্ত না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। বিজ্ঞ আদালত তার পক্ষে রায় দিলেও বারবার আপিল করে তাকে হয়রানি করেন ওই ভূমিদস্যু। অবশেষে মহামান্য হাইকোর্টের রায় হাতে পেয়ে দখল বুঝে পেতে তেরখাদা সহকারী জজ আদালত খুলনার দ্বারস্থ হন তিনি। আদালত তার দাখিলকৃত আপিল রায়ে সন্তোষ প্রকাশ করে দখল বুঝে দিতে নির্দেশ দেন। রায় মোতাবেক গতকাল সোমবার সকালে কতৃপক্ষ সরেজমিনে উপস্থিত থেকে দখল বুঝে দেয়া হয়েছে। দেশে আইন আছে এমনটি উল্লেখ করে সুবিচার পেয়েছেন বলে সস্তোষ প্রকাশ করেন তিনি।