ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা চত্ত্বরের সামনে এক আওয়ামী মহিলালীগ নেতৃকে পিটিয়েছে ইয়াসিন আরাফাত নামের এক ইউপি সদস্য। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা সাহস ইউনিয়নে ৫নং ওয়ার্ড আওয়ামী মহিলালীগ নেত্রী খরসন্ডা গ্রামস্থ আহত শাপলা বেগম জানান, উপজেলা কৃষি অফিস কর্তৃক নির্বাচিত ৮জন কৃষকের কৃষি প্রণোদনা নামের তালিকা জমা দেন তিনি। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আরাফাত তাকে খুঁজতে থাকার এক পর্যায়ে ঘটনাস্থলে পেয়ে তাকে অশ্লীল গালিগালাজ ও বেধড়ক মারধর করে। এরপর তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। ঘটনা প্রসঙ্গে ইউপি সদস্য ইয়াসিন আরাফাত বলেন, উল্টো ওই মহিলা আমাকে জন সম্মুখে অসম্মান করেছে।