
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে রিং স্লাব বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার। ইউপি সচিব হেকমত আলী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার শাহ আলম মাতুব্বর, হিসাব সহকারী মোঃ নাজমুল হোসেন, ইউপি সদস্য শেখ মহসিন, সরদার আঃ হালিম, লুৎফর রহমান, আবুল কাশেম মোল্লা, শেখ রবিউল ইসলাম, শেখ হযরত আলী, মোজাফফর হোসেন মোল্লা, মোক্তার হোসেন, শিউলি বেগম, রাশিদা বেগম, আলেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ৪৫টি বেঞ্চ ও ৬৬ সেট রিং স্লাব বিতরণ করা হয়।