ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার গোনালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী এলাকার প্রভাষ সরকারের স্ত্রী রীমা সরকার (৩৭) সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামীর সাথে ঝগড়া বিবাদ ও মন মালিন্য সৃষ্টি হয়ে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে বাড়ির সবার অজান্তে স্বামীর উপর অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে। এরপর পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।