ডুমুরিয়াঃ ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ জনপদে কর্মরত নারী শ্রমিকদের মাঝে চিকিৎসা উপকরণ হিসেবে ফাষ্টএইড-বক্স বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম এ উপকরণ তুলে দেন। এ সময় তিনি বলেন, উপজেলার পাকা রাস্তার পাশে ভেঙ্গে যাওয়া জায়গা সংস্কারের জন্য ১৪০জন নারী শ্রমিক রাখা আছে। দেখা যায়, কাজের সময় তাদের মধ্যে অনেকের হাত-পা কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়। সেক্ষেত্রে তাদের চিকিৎসা ঠিকমত হয় না। তাই প্রাথমিক ট্রিটমেন্টের জন্য প্রতি টীমে দু’টি করে ফাস্টএইড-বক্স দেয়া হল। বক্সে খাবার স্যালাইন, ডেটল ও ব্যান্ডেজসহ ব্যাথা নিরাময়ের ঔষধ রাখা আছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠিকাদার বদরুদ্দোজা বাবলু ও কমিউনিটি ওর্গানাইজার সুশান্ত মন্ডল প্রমুখ।