জন্মভূমি ডেস্ক : ডুমুরিয়ার শাহপুরে ট্রাকের চাপায় একজন মোটরসাইকেল চালক নিহত এবং দুইজন আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৩০ আগস্ট) সকাল সোয়া ১০ দিকে শোলগাতিয়া দৌলতপুর সড়কের শাহপুর মধুগ্রাম কলেজ সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন তৈলকুপ এলাকার কালিপদ দাসের ছেলে স্বপন দাস (৪৫) একই এলাকার আনোয়ার মল্লিকের ছেলে নুর ইসলাম খোকা (৬২) ও একই থানাধীন মিঠাবাড়ি এলাকার মুজিবার রহমান সরদারের ছেলে হাবিবুর রহমান সরদার (৪৭) একটি মোটরসাইকেল যোগে শাহপুর বাজার অভিমুখে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির যশোর ট-১১-১৫২২ নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। প্রচান্ড আঘত পেয়ে বাইকটি দুমড়ে মুচড়ে ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় বাইক চালক স্বপন দাসের মাথা মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপর দুই আরোহী নুর ইসলাম খোকা ও হাবিবুর রহমান গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রঘুনাথ তদন্ত ক্যাম্পের পুলিশের একটি দল হতাহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, রঘুনাথ পুলিশ তদন্ত ক্যাম্পের ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটক ও ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।