ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতির সরঞ্জমসহ ৭জনকে আটক করা হয়েছে। সোমবার (৮ মে) রাত সোয়া ৩টার সময় উপজেলার উত্তর গোবিন্দকাঠি গ্রামের মন্টু শেখের বাড়ির সামনে থেকে তারা আটক হয়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে যার নং-৮।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে একটি দামী পিকআপসহ (যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা) ১০/১২ জন অপরিচিত লোক উপজেলার আটলিয়া ইউনিয়নের উত্তর গোবিন্দকাঠি গ্রামের মন্টু শেখের বাড়ির সামনে অবস্থান করছিল। যা দেখে গ্রামের লোকজন থানা পুলিশে খবর দেয়। এর কিছুক্ষণ পরে পুলিশ ওই স্থানে গিয়ে অভিযান শুরু করে। অভিযানে একটি দামী পিকআপসহ জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বিষ্ণুপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে ইদ্রিস আলী (২১), টাঙ্গাইলের বাসাইল আদিলাপাড়া ব্রীজ এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে খোকন মিয়া (২৮) ও একই জেলার সখীপুর থানার বেড়বাড়ি এলাকার খন্দকার পাড়ার মৃত বদর উদ্দিন শেখ ওরফে বুদোই’র ছেলে মামুন মিয়া ওরফে লালচান (৪৫), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাথাপাড়া এলাকার সিদ্দিক খলিফার ছেলে আলামিন খলিফা (৪০), খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট এলাকার মৃত মুর্শিদ শেখের ছেলে ইউসুফ শেখ (২৬), পিরোজপুরের কাউখালি থানার মুক্তারকাঠি এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৩৫) ও খুলনার লবনচরা থানার মতিয়াখালি সিপিয়ার্ড মেইন রোড এলাকার রেজাউল করিমের ছেলে রফিকুল ইসলাম নয়ন (৩২) নামের ৭জনকে আটক করে। এ সময় পিকআপে তল্লাশি ও তাদের স্বীকারোক্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ধারালো চাপাতি, ৪টি লোহার রড যার মধ্যে ৩টির একমাথা সুচালো ও একটি ছেলাইসহ ছোটবড় ৫টি রেঞ্জ উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম বলেন, আটক ৭জনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি বড় মাপের ডাকাত টীম। দেশের বিভিন্ন স্থানে তাদের নেটওয়ার্ক। সুযোগ সুবিধা মত তারা সেই এলাকায় হানা দেয়। যার অংশ হিসেবে সোমবার (৮ মে) রাতে উপজেলার গোবিন্দকাঠি এলাকার মোসলেম শেখের ছেলে মন্টু শেখের বাড়িতে ডাকাতির জন্য অপেক্ষায় ছিল। কিন্তু জন সচেতনতা ও পুলিশি তৎপরতায় তারা ব্যর্থ হয়ে পুলিশের জালে আটক হয়েছে।
ডুমুরিয়ায় ডাকাতির সরঞ্জমসহ আটক ৭
Leave a comment