ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় একই রাতে দুই বাড়িতে পরিবারের সকলকে জিম্মি করে নগদার্থ সহ ৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তের হামলায় গৃহবধূ নাসরিন নাহার (৩২) গুরতর আহত হয়ে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,ঘটনার দিন দিবাগত রাত ১ টার দিকে অজ্ঞাত ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দূর্বৃত্তের দল বরাতিয়া গ্রামের আবুল সরদারের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির মালিকের ছেলে ব্যবসায়ী রায়হান সরদার (৩০) বাজার থেকে বাড়িতে ঢুকে ঘরে প্রবেশ করার সময় কোন কিছু বুঝে উঠার আগেই তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তার স্ত্রীকে পাশের বাড়ির শাহাবাজুলকে ফোন করে আসতে বলে। এরপর শাহাবাজুল আসামাত্র তাকেও একই কায়দায় বেঁধে মারপিট করে। এ সময় পরিবারের সকল সদস্যদের দড়ি দিয়ে বেঁধে জিম্মি করে এবং রায়হানের দেড় বছর বয়সী শিশু তাহমিনা খাতুনের গলায় দেশীয় অস্ত্র ধরে হত্যার ভয় দেখিয়ে বলে যাকিছু আছে তাড়াতাড়ি সবকিছু দিয়ে দে বলে হুমকি দেয়। এরপর ঘরের দরজা ভেঙে শোকেজ ও আলমারিতে রাখা দুই পরিবারের প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ২৭ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন লুট করে নেয়।
ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী বলেন, এ খবর জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবার কে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
ডুমুরিয়ায় দুই বাড়িতে দূর্বৃত্তের হানা, নগদার্থ সহ স্বর্ণালংকার লুট
Leave a comment