শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : রবিবার ২ ফেব্রুয়ারী উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবন চত্ত্বর, নবলোক আয়োজনে নবলোক পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ বছরের স্লোগান “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ”। উক্ত অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়াসহকারী কমিশনার (ভূমি)। বিশেষ অতিথি ছিলেন নবলোক পরিষদের পরিচালক (নিরীক্ষা) এম. শফিকুল ইসলাম ও মোঃ হামিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবলোক পরিষদের পরিচালক (ক্ষুদ্রঋণ ও কৃষি অপারেশন) মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার অরুপ কুমার দেবনাথসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর।