ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ২০৫টি পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাধীনতা স্মৃতি সৌধ চত্ত্বরে এ উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন।এ সময় সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবার পাচ্ছেন ২১ প্রকারের সবজি বীজ,৬টি বিভিন্ন জাতের ফলের চারা, রাসায়নিক সার,এক বান্ডিল নেট, একটি বীজ সংরক্ষণ পাত্র, একটি ঝাঝরি ও একটি সাইনবোর্ড।