
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জমি জবর দখলে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় দু’সহোদর আহত হয়েছে। আহতের মধ্যে একজনকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চেচুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা যায় চেচুড়ী এলাকার মৃত অজেদ আলীর ছেলে আব্দুল মান্নান গাজীর একই এলাকার প্রতিপক্ষ নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এমনকি মান্নান গাজীর দখলীয় ওই জমিতে নজরুল ইসলাম নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হলে দু’পক্ষের শুনানি শেষে আদালত সেটি খারিজ করে দেয়। এরপরও কোনো কিছু তোয়াক্কা না করে ঘটনার দিন সকালে প্রতিপক্ষ নজরুলের নেতৃত্বে ৪/৫ জন দা লাঠি সোঠা নিয়ে ওই জমি জবর দখল করতে হামলা চালায়। এতে আব্দুল মান্নান ও তার ভাই আব্দুর রশিদ আহত হয়।পরে স্থানীয়রা আব্দুল মান্নানকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। অপরদিকে প্রতিপক্ষে নজরুল ও তার স্ত্রী রুনু বেগম আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বলে পরিবারটি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছিল।

