ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় একসয়ের রক্তাক্ত জনপদ আবারও উত্তপ্ত হয়ে উঠছে। আতংকিত হচ্ছে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ সাধারণ মানুষ। চেয়ারম্যান রবিউল ইসলাম হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও মুল রহস্য উদঘাটন ও আটক হয়নি কেউ। তবে পুলিশ বলছে হত্যার রহস্য উদঘাটন,খুনি সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বাবার কবরের পাশে নিরনিদ্রায় শায়িত হলেন সন্ত্রাসীদের গুলিতে নিহত জনপ্রিয় শরাফপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি। গতকাল রবিবার মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে আছর নামাজ বাদ জানাজা নামাজ শেষে ভুলবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, চেয়ারম্যান রবিউল ইসলাম রবি শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ গ্রহন শেষে রাত সাড়ে ৯ টার দিকে নিজ মোটর সাইকেল যোগে খুলনা নগরীর বাসায় যাচ্ছিলেন। এসময় পূর্বপরিকল্পিত ভাবে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা মাথা ব্রিজের কাছে পৌছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া হাসপাতাল পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তিনি ২০১৬ সাল ও ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। গতকাল রোববার দুপুরে ময়না তদন্ত শেষে তার মরদেহ বানিয়াখালী বাজারে পৌঁছালে বাজার হতে গ্রামের বাড়ি ও কলেজ মাঠ প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশে অপেক্ষমাণ হাজার হাজার নারী পুরুষ তাকে শেষ বারের মত এক নজরে দেখার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর কলেজ মাঠে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা নামাজ আদায় করা হয়। এ সময় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতী ইসলামী বাংলাদেশ, জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ডুমুরিয়ায় বাবার কবরের পাশে নিরনিদ্রায় শায়িত চেয়ারম্যান রবি

Leave a comment