ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শেখ হাসিনার ফাঁসি ও দূর্ণীতিবাজ ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্যা ইকরামুল হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোল্লা কবির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা শেখ মাহাবুবুর রহমান,অংশুপতি বৈরাগী, মহিউদ্দিন আহমেদ, সুধাময় মন্ডল, আঃ সাত্তার, আক্তার খান,নান্টু কবিরাজ,চারু বিশ্বাস, মান্নান গাজী,কৈল্যান বিশ্বাস, তুষার মিস্ত্রী,প্রনব রায়,প্রতুল মল্লিক, মিন্টু মোল্লা,আবেদা বেগম, পংকজ রায়,আছাবুর সানা, সোহরাব মোল্লা, খোরশেদ আলম, লিটন বাছাড়, সাদ্দাম হোসেন, কাশেম সরদার,খলিল মোল্লা প্রমুখ।