জন্মভূমি রিপোর্ট : জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও খুলনা-৫ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলার শরাফপুর বাজারে মিলাদুন্নবীর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ভ্যান শ্রমিক ইব্রাহিম গাজী (৩৫) শেষকৃত্যে অংশগ্রহণ করেন। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও অজয় সরকার একই ঘটনায় আহত অপর তিন ভ্যান শ্রমিকের নজরুল সরদার(৪১), ইয়াসিন সরদার (৩৫), রেজাউল সরদার (৫৫) ও রফিকুল মোল্লার (৪৫) কে চিকিৎসার সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। পরে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে শারাফপুর বাজার ও বানিয়াখালী বাজারস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় করেন।
এসকল কর্মসূচিতে অজয় সরকারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক এ এইচ এম ওবাইদুল্লাহ, রফিক শেখ, মাহাবুর রহমান গোলদার, বক্কার সরদার, গিয়াস উদ্দিন মোড়ল, শাহাবুদ্দিন ফকির, মজিদ সরদার, খোকন শেখ, ডাব্লিউ মন্ডল, মুকু বিশ্বাস, সেলিম গাজী, ইসমাইল সরদার, সোহরাব বিশ্বাস, ইশা বিশ্বাস, শ্যাম দাশ, রাজিব দাশ, দিপ্ত কুন্ডু, মাসুদ সরদার, আলামিন শেখ, সুদিপ্ত রায়, মামুন সরদার নয়ন, সাব্বির গাজি, জীবন দাশ, পার্থ দাশ, রব্বানী মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।