
জন্মভূমি ডেস্ক : উন্নয়ন সংস্থ্যা ব্র্যাক অধিকার এখানে-এখনই প্রকল্পের আয়োজনে ডুমুরিয়া উপজেলার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল কিশোর-কিশোরীদের সমন্মিত যৌন শিক্ষা ও প্রজজন স্বাস্থ্য। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুটি দলে ভিভক্ত হয়ে পক্ষ্যে ছিল দলনেতা বাপ্পি শেখ, নাজমুস সাকিব ও সিজানুর রহমান। আর বিপক্ষ্যে ছিল দলনেত্রী মনিরা খাতুন, মাহবুবা খাতুন ও ইতু দেবনাথ। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ইতু দেবনাথ। প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডোমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা। ব্র্যাক অধিকার এখানে-এখনই প্রকল্পের আঞ্চলিক অফিসার জিল্লুর রহমান, উপজেলা সমন্বয়কারী শিখা রানী। বিতর্ক প্রতিযোগিতার বিচারক ছিলেন স্কুলের শিক্ষক তাপস দাস, রাখি অধিকারী ও মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক হরিচাঁদ মল্লিক, আতাউর রহমান, শ্যামল মল্লিক। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ইউথ সদস্য ফয়সাল মোড়ল, রাব্বি ইসলাম, মাহী বি খান, দিপ্তী রানী ও শেখ সাকিব।