জি এম ফিরোজ, ডুমুরিয়া : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘোনা গ্রাম থেকে পৃথিজিৎ (২বছর ৪ মাস) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। শিশুটির পিতার নাম প্রভাস রায়।
পুলিশ ও এলাকাবাসি জানান; উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের প্রভাস রায়ের ছেলে পৃথিজিৎ (২ বছর ৪ মাস) তার মা চন্দ্রা রায় (৩০) এর সাথে দুপুরে বড় বাঁধ নামক স্থানে মাছের ঘেরে যায়। ১৫ মিনিট পর থেকে মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। তখন থেকে শিশুটি নিখোঁজ হয়। মঙ্গলবার রাতেই প্রভাস রায় ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
প্রতিবেশি তুহিন মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির বড় কাকি পাশ্ববর্তী অংশুপরি ঘেরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। ১০ দিকে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য খুলনায় নিয়ে গেছে পুলিশ। তার নাকে ও হাতে ক্ষতের চিহৃ রয়েছে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির হাতে কাঁকড়া বা মাছে খাওয়ার চিহৃ রয়েছে।