ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৪ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এতে গলদা বাগদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে সাবাড় হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মিকশিমিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মিকশিমিল এলাকায় রাহাত গাজীর ছেলে জিএম রাজু আহমেদ নামের এক ঘের ব্যবসায়ী মিকশিমিল মৌজাধীন আট বিঘা জমি হারিতে নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করে আসছে। এমতাবস্থায় শনিবার ভোরে ঘেরে গিয়ে দেখে পানিতে বিষের গন্ধ ও গলদা বাগদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসতে দেখে। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের ক্ষতি করেছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। ঘটনা প্রসঙ্গে থানায় ডিউটি অফিসার এসআই দোলা বলেন, অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে চার লাখ টাকার ক্ষতি
Leave a comment