জি,এম,ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়ার মাগুরখালিতে শংকর সানা নামের এক ব্যাক্তির মৎস্য ঘেরের বাসা ভাংচুর ও গাছপালা কাঁটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে ডুমুরিয়া থানাধীন মাগুরখালি ইউনিয়ন কাঁঠালিয়া মৌজায় বাদীর নিজ মৎস্য ঘরে এ ঘটনা ঘটে।
এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী শংকর সানা বাদী হয়ে ৬ জন আসামী করে থানায় একটি লিখিত এজাহারের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে,ডুমুরিয়া থানাধীন পুর্বপাতিবুনিয় এলাকার শংকর সানার কাঁঠালিয়া মৌজাধীন এসএ ৪৮ নং খতিয়ানের ৫১৮ ও ৫১৯ নং দাগে মোট ৬৮ শতক জমি পৌত্রিকসুত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভোগ দখলকার থাকা অবস্থায় মাছ ও ধান চাষাবাদ করে আসছেন।কিন্তু একটি কুচক্রী মহল পূর্বপরিকল্পিত ভাবে ঘটনার দিন দুপুরে অর্তিকিত ভাবে ৬/৮ একটি সংঘবদ্ধ দল তাদের হাতে থাকা কুড়াল,দাঁ,লাঠি সোঠা হাতে নিয়ে বাদীর মৎস্য ঘেরের বাসা ভাংচুর ও ভেড়িতে থাকা কদবেল, বাবলা ও নীম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাঁটতে থাকে। এ সময় প্রতিবাদ করতে গেলে বাদী ও স্ত্রীকে বেদম মারপিট করে। এক পর্যায়ে বাদীর স্ত্রীকে পরিধেয়ের বস্ত্র টেনেহেঁচড়ে খুলে বিবস্ত্র ও শ্লীলতাহানি ঘটিয়েছে। বিবাদীরা হলেন-ডুমুরিয়ার আধারমানিক এলাকার পবিত্র মল্লিক(৫০) তালা থানাধীন সুফল গোলদার (৪৫),ডুমুরিয়ার হেতাইলবুনিয়া এলাকার বিশ্বজিৎ মিস্ত্রি (৩৫) ডুমুরিয়ার আন্দারমানিক এলাকার ভবেন দফাদার(৩২),পাইকগাছার শচিয়ারবন্দ এলাকার মিলন মন্ডল (৩০) ও তেঁতুলতলা এলাকার তুষার মল্লিক (৩২) ঘটনার সাথে জড়িত থেকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।খবর পেয়ে স্থানীয় মাগুরখালি ফাঁড়ি পুলিশ ঘটনা স্থল থেকে ৪/৫ জন আটক করে ক্যাম্প হেফাজতে নেয়। কিন্তু অদৃশ্য কারণে কিছুক্ষণ পর তাদের আবার ছেড়ে দেয়া বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এবিষয়ে মাগুরখালি ক্যাম্পের সহকারী ইনচার্জ দেলোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় মৎস্য ঘেরে হামলা ও বাসা ভাংচুরের অভিযোগ

Leave a comment