ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার রুদাঘরা আন্ত: ইউনিয়ন চাকুরীজীবি কল্যাণ সমিতির স্ট্রাস্ট তহবিলের উদ্যোগে অসহায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মিকশিমিল বাজারস্হ সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট সংগঠনের সভাপতি ও সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের উপাধ্যক্ষ মোঃ ফারুক আলম।
সভায় উপস্হিত ছিলেন চাকুরীজীবি কল্যাণ সমিতির সভাপতি এস,এম শফিউল আলম, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা,সহসভাপতি নারায়ন চন্দ্র রায় ও প্রভাষ কুমার সাহা, নির্বাহী সদস্য আতিয়ার রহমান জোয়ার্দার, প্রধান শিক্ষক জামাল হোসেন, উজ্জ্বল কুমার সাহা,কার্তিক চন্দ্র সাহা,শিক্ষক ইকবাল হোসেন,শিক্ষক রফিকুল ইসলাম,জে,এম আজিম উদ্দীন,তরুণ দত্ত,দীনেশ চন্দ্র মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে রুদাঘরা ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় শীতার্থ ৯০ জন মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।