ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় আলমসাধু-মোটরভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। সকালে উপজেলার ডুমুরিয়া-মিকশিমিল সড়কে খাজুরা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে মিকশিমিল বাজার থেকে ৪জন যাত্রী নিয়ে একটি মোটরভ্যান ডুমুরিয়া আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানগাড়িটি ভেঙে ভ্যানচালক জাহাতাপ মোল্লা (৫০) রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাতে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার আলী মোল্লার ছেলে। এ সময় ভ্যান যাত্রী কুমোরঘাটার আছাদ আলী (৪১), মনোহরপুরের কামাল হোসেন (৪০) ও গঙ্গারামপুরের তৈয়ব আলী (২০) আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
Leave a comment