শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলায় অতিবৃষ্টিতে যাদের ঘর-বাড়ি প্রায় বসবাসের অনুপযোগী তাঁরা রাতে সাবধানে ঘুমাবেন। মঙ্গলবার রাতে ডুমুরিয়ার পশ্চিম বিল পাবলায় রাজু নামের (৪৫)এই ব্যক্তিকে ঘুমের মধ্যে সাপে কামড়ায়। ঘুম থেকে জেগে ওঠার পর শরীরের অবস্থা খারাপ হওয়ায় বাবাকে ডাক দেয় রাজু। বলে আমাকে মনে হয় সাপে কামড়িয়েছে। পরে বাবা লাইট নিয়ে এসে মশারির ভীতর সাপ দেখতে পায়। পরবর্তীতে প্রথমে ওঝা এবং পরবর্তীতে খুলনা ২৫০শষ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।তার মৃত্যু সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।