
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ভাই কর্তৃক হয়রানিমূলক মামলা ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টিপনা নতুন রাস্তা এলাকার মৃত সাদের আলী ফকিরের ছেলে কৃষক সাজ্জাত আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৫৮ শতাংশ জমি সকল দাগে সমহারে বন্টন না করে আপন চাচাতো ভাই রমজান ফকির কৌশলে আমাকে ৭ শতাংশ জমি কবরস্থান রেকর্ড দেখিয়ে বাকি মেইন রাস্তার সম্মুখে দখল নিয়ে সেখানে মার্কেট নির্মাণে পাঁয়তারা করছে। এতে আমি বাঁধা দিলে আমাদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি করছে। তিনি আরও বলেন, ভাই রমজান ফকির এ তর্কিত জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করলেও বিজ্ঞ আদালত সেটা খারিজ করে দেন। আমরা এ মামলাবাজের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ মহসিন আলী, শিক্ষক আশরাফ আলী, শেখ মোফাজ্জেল হোসেন, আঃ হান্নান শেখ, জিন্নাত আলী, মতিয়ার রহমান ও মাহমুদ আলী।