শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়া (খুলনা) পরিবেশ অধিদপ্তরের অভিযানে ডুমুরিয়ার ৭টি ইটভাটায় ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ভদ্রা ও হরি নদীর চরসহ বিভিন্ন স্থানে। ৭টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহজাহান জমাদ্দারের মালিকানাধীন নুরজাহান ব্রিকসে হুমায়ুন কবির বুলুর মলিকানাধীন কেবি-২ ব্রিকসে ৩ লক্ষ, আব্দুল লতিফ জমাদ্দারের মালিকানাধীন জেবি ব্রিকসে ৩ লাখ, রফিকুল ইসলামের মালিকানাধীন লুইন ব্রিকসে ৩ লাখ, গাজী আব্দুল হকের মলিকানাধীন সেতু নি ব্রিকসে ৩ লাখ, ইকবাল জমাদ্দারের মালিকানাধীন টেন ব্রিকসে ৩ লাখ এবং অজ্ঞাত মলিকানাধীন সাইমুম ব্রিকসে ৩ লক্ষ টাকাসহ সর্বমোট ২১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকাণকে নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটরের এ দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ। পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সূত্রটি জানায়। আদালতে সহযেগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন।