ডুমুরিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি ভূমি হীন গৃহহীন পরিবার কে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন। তৃতীয় দফায় ঘর পাচ্ছে গৃহহীন পরিবার ঘর পাচ্ছে গৃহহীন পরিবার
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর এবং দলিল প্রদান করা হয়।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন।
খুলনার ডুমুরিয়া উপজেলা আটলিয়া ইউনিয়নে
বরাতিয়া, চুকনগর দাস পাড়াও মালতিয়া ৩ স্হানে ৯০টি পরিবার কে গৃহ প্রদান করা হয়।
২১ জুলাই ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ৯০টি ভূমি হীন গৃহহীন পরিবার কে জমিসহ গৃহ হস্তান্তর করেন
শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষাণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারদের তৃতীয় দফায় ভূমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানে দেশের আরও ভূমিহীন গৃহহীন মুক্ত উপজেলার সঙ্গে আন্ষ্ঠুানিক ভাবে এই ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশীদ, ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া, উপজেলা ইন্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন ওরফে তুহিন, দারিদ্র্য বিমোচন অফিসার প্রতাপ চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, পি আইও শেখ আশরাফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের ডুমুরিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেয়াজ হোসেন জোয়ার্দার, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন প্রমুখ।। ভূমি হীন পরিবারের হাতে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন এসময় সাংবাদিক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভূমিহীন পরিবার উপস্হিত ছিলেন।।