ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যাপক দেবেন্দ্রনাথ রায় সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাসের কার্যালয়ে এবং তার পরিচালনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত দেবেন্দ্রনাথ রায় পল্লীশ্রী কলেজের সহকারি অধ্যাপক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে সভাপতি নির্বাচনের লক্ষ্যে সদ্য নির্বাচিত অভিভাবক সদস্য শিক্ষক অমর কৃষ্ণ মন্ডল সভাপতি পদে একক প্রার্থী অধ্যাপক দেবেন্দ্রনাথ রায়ের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবে সদস্য নারায়ণ বৈদ্য সমার্থন করলে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ননী গোপাল সানা, বিবেকানন্দ মন্ডল, সংরক্ষিত সদস্য সুষুমা গোলদার, শিক্ষক প্রতিনিধি তপদ্যুতি কুমার সানা, পঙ্কজ কুমার রায়, সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি নিলীমা রানী অধিকারী । নির্বাচনে সার্বিক সহায়তায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল।