জিএম ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়া সদর চৌরঙ্গী মোড় হতে থুকড়া বাজার পর্যন্ত গফফার সড়কের ৬ কিলোমিটার রাস্তার অধিকংশ স্থানে ইট পাথর খোয়া ওঠে গিয়ে খানা-খন্দকে পরিণত হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে মৌসুমী অতি বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তার একাধিক স্থানে দেবে গেছে। সড়কের দু’পাশে থাকা প্রায় তিন শত ফলন্ত নারকেল গাছ মারা যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। ফলে জরাজীর্ণ সড়ক দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত চরম ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, ধামালিয়া, রঘুনাথপুর, রংপুর ও রুদাঘরা ইউনিয়নের থুকড়া বাজার হতে সরাসরি ডুমুরিয়ার সাথে সংযোগ সড়কটি সাবেক মন্ত্রী এইচএমএ গফফার বীর উত্তম নামকরণ সড়ক। চার ইউনিয়নের সমন্বয়ে উত্তর ডুমুরিয়া জনপদের মানুষের যাতায়াতে এ সড়কটি ব্যবহার হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে রাস্তার ইট পাথর খোয়া ওঠে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ পথচারী, ছোট বড় যানবাহন, পন্য পরিবহনসহ যাতায়াত করা চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর রাস্তায় সৃষ্ট গর্তের মধ্যে যানবাহন পড়ে গিয়ে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। উপজেলার, ধামালিয়া, মিকশিমিল, রঘুনাথপুর, শাহপুর, থুকড়া, রংপুর আন্দুলিয়া, শলুয়া, মাধবকাটি, বিলপাটিয়ালা, বরুনাসহ ডুমুরিয়ার উত্তর জনপদের কৃষকের উৎপাদিত ধান, মাছ, সবজিসহ বিভিন্ন পন্য সামগ্রী বাজারজাত করতে এ সড়কটি ব্যবহার হয়ে থাকে। এছাড়া বিলপাটিয়ালা প্রত্যান্ত এলাকার মুমূর্ষু রোগীদের স্বাস্থ্যসেবা নিতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কিন্তু দীর্ঘ দিন যাবৎ এমন বেহাল অবস্থার সৃষ্টি হলেও যেনো দেখার কেই নেই! তাছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনির পেশার হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। ফলে এ রাস্তাটি যথেষ্ট গুরত্ব বহন করে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা বিএনপি নেতা ডাঃ আলমগীর হোসেন, আব্দুর রব আকুঞ্জী, শিক্ষক বিএম আইয়ুব হোসেন হোটেল, ব্যবসায়ি শেখ ফারুক হোনোন, থুকড়া বাজার কমিটির সেক্রেটরী জিএম রমজান আলিসহ এলাকাবাসী জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি পুনঃসংস্কারের জন্য সংশ্লিষ্ট উধর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।