বিজ্ঞপ্তি : কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা বলেছেন পৃথিবী একটাই তার পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। ডেঙ্গু চিকুন গুনিয়া রোধে সকলের বাসা/বাড়ির আংগিনা, অফিস ও ঝোপ-ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধে সকলকে ভূমিকা পালন করতে হবে।
তিনি বুধবার বেলা ১১টায় নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ মাঠ চত্বরে বৃহত্তর আমরা খুলনাবাসীর সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তরের খুলনা আঞ্চলিক উপ-পরিচালক মোঃ ইমদাদুল হক বলেন, আজ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে পলিথিন, প্লাস্টিক বোতল বর্জন করতে হবে।
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আলি সানি বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদেরকে পরিবেশের উপর দক্ষ করে তুলতে হবে।
দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেন, সকল নাগরিককে সচেতন করে তুলতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। অবস্থা বুজে সব সময় গাছ লাগাতে হবে। একটি গাছ কাটলে তিনটি লাগাতে হবে। বিনা প্রয়োজনে গাছ না কাটি। আমাদের চারিপাশের পরিবেশকে ঠিক রাখতে গাছের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ অধিদপ্তরে লোক ও বল বৃদ্ধি করতে হবে।
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সরদার সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে পুলিশ কমিশনার, পূর্বাঞ্চল ও সময়ের খবর সম্পাদকসহ বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, পুলিশ কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানান।
বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) তাসলিমা খাতুন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ তাজুল ইসলাম, সিটি কলজের শিক্ষক পরিষদ সম্পাদক এবি এম অহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক নিগার সুলতানা, সহযোগী অধ্যাপক আঃ রশিদ, সহকারী অধ্যাপক সঞ্জয় হিরা, সহযোগী অধ্যাপক দেবাংশু রায়, প্রভাষক ইমরান আলি, কলেজের ছাত্র প্রতিনিধি স্বজল হোসেন তালুকদার ও মাহাবুব হাসান ইমন, বৃহত্তর আমরা খুলনাবাসীর ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ মোঃ আঃ সালাম, জি এম মহিউদ্দিন, মোঃ কামরুল ইসলাম কামু, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, নাজমুল তারেক তুসার, মোঃ শাকিল আহমেদ রাজা, ক্বারী শরীফ মিজানুর রহমান, মোঃ আরিফ আহমেদ, মোঃ জিসান রহমান, মোঃ শফিকুল ইসলাম অভি, জয়নাল আবেদিন, মোঃ আঃ হালিম, আবু বক্কার, মোঃ আজমল হোসেন, আঃ রহিম, ইরানী পারভীন, নাফিসা ইসলাম সুমা প্রমুখ।