তালা প্রতিনিধি : ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর (শুক্রবার) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপ-শহরে র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, শিক্ষক শেখ মিজানুর রহমান, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, সংস্থার কর্মকর্তা মোঃ মহিউদ্দীন, উত্তরণের শেখ রুসায়েদ উল্লাহ, মোঃ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।