তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে ফজর আলী (৪৫) নামের এক ভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার নওয়াকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ভাটাশ্রমিক ফজর আলী উপজেলার মহান্দী গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি কুমিরা ইউনিয়নের নওয়াকাটি গ্রামে বসবাস করেন।
স্থানীয় বাসিন্দা গোলামরব্বানী জানান, ওই ভাটাশ্রমিক অত্যন্ত গরিব মানুষ। তার গ্রামের বাড়ি তালা উপজেলার মহন্দি গ্রামে। দীর্ঘদিন সে নওয়াকাটি গ্রামে আব্দুল হান্নানের বোন জামাই হিসাবে বসবাস করছে। বর্তমানে ঋণের দায়ে জর্জরিত। শনিবার ভোর রাতে সবার অজান্তে বাড়ির পাশে আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
তালায় ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার
Leave a comment