তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মোহাম্মদ হোসেন রবিবার বিকালে তালা উপজেলার ফুলবাড়ি, সেনেরগাতী, ধানদিয়া, পোড়ারবাজার ও কলারোয়া উপজেলার সরসকাটি বাজার, চৌরাস্তা, ধানদিয়া, জয়নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান মালীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগকালে উপস্থিত ছিলেন।