তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে উপলক্ষ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজ খাতুন রুমা প্রমুখ।