তালা প্রতিনিধি : “এসো বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তালায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট পৃথক পৃথকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) নেহালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীর্জা সাকিব, ম্যাচ পরিচালক সহ-শিক্ষক আফজাল হোসেন, মাহাফুজুর রহমান, কলিম উদ্দীন সরদার, মশিয়ার রহমান, কৃঞ্চপদ বৈদ্য, গঙ্গারাম বর্মন প্রমুখ। বক্তরা বলেন, জুলাই বিপ্লবের পর থেকে তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বর্তমান অনলাই জুয়া সহ নানাবিধি সংকট দূরকরণে বর্তমান সরকার তরুণদের খেলাধলায় মনোযোগী করার লক্ষ্যে এই তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজন করা হয়েছে। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ্য থাকে ঘুম ভালো হয়। অন্যায় কাজে সময় ক্ষেপণের প্রবণতা কমে যায়। উদ্বোধিত হওয়া খেলাটি আগামী ২৫ জানুয়ারী সমাপনী দিনে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।