তালা প্রতিনিধি : তালায় ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শ্যামল কান্তি রায়, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, আর্টিস্ট চন্দ্র শেখর সরকার, প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।