তালা প্রতিনিধিঃ তালা উপজেলার আগোলঝাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আফরোজা বেগম নামের একগৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। দূর্বৃত্তদের হামলা থেকে স্বামী নাছের বাবুর্চিকে বাঁচাতে এলে তিনি আমলার শিকার হন। আফরোজা বেগম বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছেন।
উপজেলার আগোলঝাড়া গ্রামের মৃত জামির বাবুর্চির ছেলে নাছের বাবুর্চি জানান, একই গ্রামের ইদ্রিস গোলদারদের সাথে তার জমি সংক্রান্তে বিরোধ রয়েছে। গত ৪ নভেম্বর বেলা ১১টার দিকে মৃত আজগর গোলদারের ছেলে ইদ্রিস গোলদারের নেতৃত্বে তার ছেলে মিলন গোলদার সহ ৪/৫জন জোরপূর্বক গাছ কাটাসহ ঘেরা বেড়া দিয়ে বিরোধপূর্ন জমি দখল করার চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে ইদ্রিস গোলদারের নির্দেশে দূর্বৃত্তরা নাছের বাবুর্চীকে পিটিয়ে আহত করে। এ সময় নাছের বাবুর্চির স্ত্রী আফরোজা বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত আফরোজা বেগমকে উদ্ধার করে ওই দিনে তালা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে এজাহার দাখিল করা হলেও এখনও তা রেকর্ড হয়নি বলে জানা গেছে।
এবিষয়ে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, এজাহার পেয়েছি। এসআই বুলবুলকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।