তালা প্রতিনিধি : তালা উপজেলার ধানদিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মালেশিয়া প্রবাসি মৃত হজরত আলীর পুত্র মো. আবুল হাসানের উদ্যোগে বড়বিলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অধ্যয়নরত গরিব, অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে চৌদ্দটি ছাগল ও দুটি গরু বিতরণ করেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান এবং পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মো. আইয়ুব আলী, সহ-সুপার মো. রুস্তম আলী প্রমুখ।