তালা প্রতিনিধি : তালা উপজেলার ১২টি ইউনিয়নে “জন্ম নিবন্ধন” বিষয়ক পাঁচ দিনব্যাপী মাইকিং প্রচারণা সোমবার (২০ নভেম্বর) শুরু হয়েছে। বে-সরকারী সংস্থা উত্তরণ, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ কানাডা এর অর্থায়নে একযোগে উক্ত প্রচারণা শুরু হয়েছে। উক্ত মাইকি প্রচারণা উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারসহ অনান্য সরকারি কর্মকর্তা ও উত্তরণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।