তালা প্রতিনিধি : তালায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সদর ইউনিয়নের সামনে দিয়ে প্রবাহিত খালটি উপজেলা সরকারি মৎস্য খামার হতে কপোতাক্ষ নদ পর্যন্ত সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা প্রাশাসনের আয়োজনে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক শেখ মো. রাসেল ওই কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, সাংবাদিক সেলিম হায়দারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এদিন বিকালে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। জাতপুর বাজার থেকে তালা বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগীতায় বিভিন্ন বয়সের দৌড়বিদরা অশংগ্রহণ করেন। এ সময় বিজয়ী ৩জনসহ অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।