তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় দারুল ইসলাম ট্রাস্টের কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার পাটকেলঘাটা আল ফারুক আদর্শ অ্যাকাডেমীর উত্তরে ট্রাস্টের জমিতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, ট্রাস্টের সদস্য বিশিষ্ট মাওলানা মফিদুল্লাহ,মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রেজাউল করিম, নির্বাহী সদস্য অধ্যাপক ইয়াসিন আলী সরদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাস্টার আব্দুর রাজ্জাক, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল হালিম, মাওলানা কবিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মুস্তাফিজুর রহমান, শাহ আলম, নেসারুল হক প্রমূখ। প্রস্তুতি সভায় সকলের পরামর্শ ভিত্তিতে তিন তলা কমপ্লেক্স নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সসয় পাটকেলঘাটাস্থ দারুল ইসলাম ট্রাস্টের জমিতে পরিদর্শন এবং প্রকৌশলীর মাধ্যমে নকশা প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের ব্যাপারে জোর তাগিদ দেয়া হয়।