তালা প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তালা উপজেলার মন্দিরগুলোতে চলছে রংতুলিসহ সর্বশেষ প্রস্তুতির কাজ। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলসমূহ এ পূজাকে নিরাপদ ও সর্বাত্মক করতে ইতোমধ্যে নিজ নিজ দলের কর্মী-সমর্থক, সুশীল সমাজের প্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একাধিক মতবিনিময় সভা করছেন।
ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালা ও পাটকেলঘাটায় একাধিক মতবিনিময় সভা করে সংশ্লিষ্ট সকলকে অভয় দিয়ে শান্তির বার্তা ছড়িয়েছেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকেও করা হয় মতবিনিময় সভা।
অন্যদিকে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল আমিন, তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম,পাটকেলঘাটা থানার ওসি হাফিজুর রহমানসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন দূর্গাপূজাকে শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর তালা উপজেলায় ১৯৬টি দুর্গামন্দিরে পূর্জা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে অতিবৃষ্টিপাতের কারণে উপজেলার খেশরা, তেঁতুলিয়া ও খলিষখালি ইউনিয়নের রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১০টির মতো মন্দিরে পানি উঠেছে। ইতিমধ্যে উপজেলার তালায় ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় জানান, উপজেলার ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। প্রায় ১০টির মতো মন্দিরে পানি উঠলেও সেগুলোর প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে আর যদি কোন ভারী বৃষ্টিপাত না হয় তাহলে ৩/৪টি মন্দির ছাড়া বাকী সব মন্দিরে পূজা করতে কোন অসুবিধা হবে না।
তালায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রস্তুতি
Leave a comment