
তালা প্রতিনিধি : প্রায় ৫ মাস পর সাতক্ষীরার তালায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন আফিয়া শারমিন। বুধবার তিনি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এদিন বিকালে তিনি এসি ল্যান্ড, ওসিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, পাটকেলঘাটা থানার ওসি মাহমুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।