তালা প্রতিনিধি : তালা উপজেলার হাজরাকাটী আব্দুর রহমান আদর্শ একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাইম ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা শপিং ভ্যালি ফুড প্রোডাক্টের ম্যানেজার জহর হাসান সাগর। এ সময় অত্র স্কুলের সহযোগী প্রধান শিক্ষিকা পারভিন নাহার, সহকারী শিক্ষক সাইদুর রহমান,ইতি খাতুন, আল মামুন,তাহমিন আহমেদ তুহিনসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।