তালা প্রতিনিধি : “নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার-স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উৎযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা সোমবার (২০ নভেম্বর) তালা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যোন মুরশীদা পারভীন পাঁপড়ী, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলামসহ সকল ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।