তালা প্রতিনিধি : তালা উপজেলার আটারই ঢেঙ্গার বিলে পাখি শিকারীর কাছ থেকে পাখি শিকার করা সরঞ্জাম উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন।
তথ্যসূত্র জানা যায় (৮ ডিসেম্বর) শুক্রবার দুপুর ১ টা সময় পাইকগাছা উপজেলার রামনগরের পেশাদার পাখি শিকারি তালার আটারই গ্রামে তার শ্বশুর বাড়ি এসে পাখি শিকার করছে এমন সময় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ ও ওয়াইল্ড লাইফ মিশনের সহযোগিতায় পাখি শিকারির কাছ থেকে পাখি শিকার করা সরঞ্জাম উদ্ধার করেছেন।
এ বিষয়ে সেভ ওয়াইল্ড লাইফের সভাপতি ইমরান হোসেন রিপন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে বাহির থেকে একজন লোক এসে বিলের ভিতর ফাঁদ পেতে পাখি শিকার করছে । এমন সময় আমরা ঘটনাস্থলে যেয়ে ঘটনা সত্যতা পাই এবং শিকারির কাছ থেকে পাখি শিকার করা সরঞ্জাম সহ পাখি শিকারে ব্যবহৃত সবকিছু উদ্ধার করি। তবে পাখি শিকারী আমাদের হাত থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। এ সময় তার স্ত্রী আমাদের কাছে এসে ভুল স্বীকার করে বলেন তিনি এ ধরনের কাজ আর কখনো করবেন না। এই মর্মে তাকে সাধারণ ক্ষমা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেন রিপন, জহর হাসান সাগর, দিদারুল আলম টিপু, আব্দুল গফফার বিশ্বাস এবং ওয়ার্ল্ড লাইফ মিশনের ক্যাপ্টেন মোঃ সেলিম হোসেন ও নরিম খাঁ প্রমুখ ।