
তালা প্রতিনিধি : তালায় প্রান্তিক নারীদের সরকারী সেবা প্রাপ্তি বিষয়ক সমন্বয় সভা সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের চৎড়সড়ঃরহম জরমযঃং ড়ভ ঃযব ঠঁষহবৎধনষব ডড়সবহ প্রকল্পের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। সভায় প্রকল্পের কর্যক্রম ও অগ্রগতি তথ্য উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা, যুব উন্নয়ন অধিদপ্তরসহ উপজেলা প্রশাসনের প্রতনিধিবৃন্দ। অন্যন্যদের মধ্যে জালালপুর ও মাগুরা ইউনিয়নের প্রান্তিক নারী দলের ২ জন সদস্য, ব্র্যাক, নাউস, পরিত্রাণ, দলিত, নাগরিক উদ্যোগ, স্পিকআপ এনজিও প্রতিনিধিসহ সর্বমোট ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার প্রান্তিক নারীদলের সদস্যদের নিরাপদ পানি সংকট নিরসনে পানির ট্যাংক, ডিপ টিউবয়েল ও অন্যান্য সেবা প্রদানে সহযোগিতার অশ্বাস দেন। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার বিরাম কুমার ঘোষ, ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন এবং ফাইন্যান্স অফিসার মনজিলা খাতুন।