তালা প্রতিনিধি : গত ৯ থেকে ১০ জুন তালা সদর, খলিলনগর, জালালপুর ও তেঁতুলিয়া ইউনিয়নে বাল্যবিবাহ, নারী শিক্ষা, নারী অধিকার এবং পরিসেবার অধিকার ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের উদ্যোগে তালা উপজেলায় বাস্তবায়ধীন চৎড়সড়ঃরহম জরমযঃং ড়ভ ঃযব ঠঁষহবৎধনষব ডড়সবহ (চজঠড) প্রকল্পের আওতায় উক্ত সভায় বাল্য বিবাহের কারণ, আইন, প্রতিকারর উপায়, নারী শিক্ষা ও নারী অধিকার (নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বিলোপ সনদ সিডো সনদ) এবং বিভিন্ন সরকারী পরিসেবা/ভাতা বিষয়ে তথ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সভায় শিক্ষক, অভিভাবক, সমাজসেবক, সরকারী সেবাদানকারী সংস্থার প্রতিনিধি সহ প্রকল্পের স্টাফগন উপস্থিত ছিলেন।