তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বিএনপির ৮নং ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সমাবেশ উপলক্ষে আলোচনা সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খলিষখালী বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তারিকুল হাসান, তালা উপজেলার বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সহ-সভাপতি কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, তালা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জেরা কৃষকদলের সহ-সভাপতি আলি হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রাশিদুল হক রাজু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ খলিষখালী ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, যুবদলের সভাপতি মেহেদি হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সবার সম্মতিক্রমে ৮নং ওয়ার্ডে শেখ আব্দুল খালেককে সভাপতি মো. রুহুল আমিন ও শংকর মন্ডলকে সহ-সভাপতি পদে পদায়ন করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক পদে মো. রেজাউল ইসলাম গাজী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তরিকুল ইসলামকে নির্বাচিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদলের নেতা শেখ সিরাজুল ইসরাম। এদিকে একই দিনে খলিষখালী ইউনিয়নের ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।